আরও ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২১, ১০:৪৫ পিএম

আরও ৮০ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে

আরও ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে নেওয়া হবে নোয়াখালীর ভাসানচরে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে তাদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শনিবার (৯ অক্টোবর) কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মো. রেজওয়ান হায়াত এ তথ্য জানান।

শাহ মো. রেজওয়ান হায়াত জানান, ‘করোনার কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বেশ কিছুদিন বন্ধ থাকলেও শিগগিরই তা আবার শুরু হবে। ফলে আগামীতে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে’।

তিনি জানান, ‘স্বেচ্ছায় যারা ভাসানচরে যেতে চায় সেসব রোহিঙ্গার তালিকা করা হচ্ছে’।

এর আগে, সরকার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে থাকা রোহিঙ্গা শিবিরে চাপ কমাতে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে।

এদিকে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য কাজ করতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের চুক্তি সই হয়েছে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও সরকারের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন ডার ক্লাউ এতে সই করেন।

Link copied!