আল-জাজিরার মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ১১:৪৯ এএম

আল-জাজিরার মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের ঘটনায় আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে এ মামলার আবেদন করা হয়। এছাড়া আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম আাশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এ মামলার আবেদন জমা দেন। তবে এখনো মামলা গ্রহণের বিষয়ে শুনানি হয়নি।

অ্যাডভোকেট মশিউর মালেক আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।’

মামলায় উল্লেখ করা চার আসামি হলেন- আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগ, যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান, শায়ের জুলকার নাইন ওরফে সামি এবং নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল।

Link copied!