একসময় কাউন্ট করতোনা; এখন তারাই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী: নৌপ্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৩, ০৪:৩৭ এএম

একসময় কাউন্ট করতোনা; এখন তারাই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সিঙ্গাপুর পোর্ট  কর্তৃপক্ষ (পিএসআই) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্ট (ডিপি ওয়ার্ল্ড) চট্টগ্রাম বন্দরকে একসময় কাউন্ট করতোনা; এখন তারা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায়; পার্টনার হতে চায়।

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্মচারি পরিষদ (সিবিএ) আয়োজিত 'চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কর্মচারিদের অবদান' শীর্ষক  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দর কর্মচারীদের কর্মদক্ষতার প্রশংসা করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আপনারা চট্টগ্রাম বন্দরকে এমন জায়গায় নিয়ে গেছেন। চট্টগ্রাম বন্দরের কর্মচারিরা চট্টগ্রাম বন্দরকে এমন জায়গায় নিয়ে গেছেন। আমাদের কাছে এত বিনিয়োগ; আমরা কাকে দিব; কাকে দিবনা এরকম একটি অবস্থা হয়ে গেছে “

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “মাতারবাড়ীতে আমরা টেন্ডার করেছি; সেখানে আমেরিকাসহ পৃথিবীর বড় বড় দেশ সকলেই আসতে চায়। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এত উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে সকলেই বাংলাদেশকে সমীহ করে।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম বন্দর কর্মচারি পরিষদ (সিবিএ) সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বক্তব্য রাখেন।

Link copied!