কক্সবাজারে ২৪ কেজি ওজনের ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথের (আইস) একটি চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যা এ যাবতকালে মাদকটির জব্দ করা সর্ববৃহৎ চালান।
শনিবার (৬ মে) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী থেকে মাদকের এই চালান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সাইদুর রহমান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল পালংখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৪ কেজি আইস উদ্ধার করে। এটি দেশের ইতিহাসে এ যাবতকালের সর্ববৃহৎ আইসের চালান জব্দের ঘটনা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তার আগে গত বছরের ২২ মার্চ মুন্সিগঞ্জ জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি আইসের একটি চালান জব্দ করে র্যাব। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।