কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে সহযোগীসহ গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৮:৩২ পিএম

কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে সহযোগীসহ গুলি করে হত্যা

কুমিল্লা নগরীর এক কাউন্সিলরকে তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে। এসময় কাউন্সিলরের সহযোগিও গুলিতে মারা যায়। সোমবার(২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাউন্সিলর হত্যা নিয়া যা বলল প্রত্যক্ষদর্শীরা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন-কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো সোহেল (৫০) ও তার সহযোগী হরিপদ (৩৫)।

মো. সোহেল (৫২) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। কাউন্সিলর মো. সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লা নগরীতে নিজের  কার্যালয়ে বসা ছিলেন কাউন্সিলর মো. সোহেল। এ সময় কালো মুখোশধারী বেশ কয়েকজন লোক কার্যালয়ে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পিস্তলের গুলি তার মাথায়, বুকে, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাগে। এ সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্য রিপের্ট ডট লাইভকে জানান, গোলাগুলির ঘটনা শুনেছি। তবে মৃত্যুর বিষয়টি আমি জানিনা। আহত কাউন্সিলরৈকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবে।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমে বলেন, ‘কাউন্সিলর সোহেল মারা গেছেন বলে শুনেছি। হাসপাতাল থেকে খবর নেন। আমরা অন্যান্য বিষয় সামাল দিচ্ছি।’

Link copied!