গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, সাকিসহ আহত ৭

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ০৭:৪০ পিএম

গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, সাকিসহ আহত ৭

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও তার রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জোনায়েদ সাকিসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতির নেতারা দাবি করেছেন।হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন। 

হামলায় আহত অন্যরা হলেন- গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্যসচিব ফরহাদ জামান; ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল; গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহতদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জোনায়েদ সাকি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সকালে আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যাই। আমরা যখন গাড়িতে উঠি তখন তারা গাড়িতে হামলা করে। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা করেছে।আমাদের সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় হামলার শিকার হয়েছেন।”

তবে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন এ বিষয়ে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, জোনায়েদ সাকি সরকারবিরোধী কথাবার্তা বলেন। আমরা তাকে মূল ফটক দিয়ে যেতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে পূর্ব পাশের গেটের দিকে যান। এরপর তার ওপর হামলা চালায় ছাত্রলীগের ছেলেরা। এতে জোনায়েদ সাকির নাক ফেটে গেছে। এছাড়া আঘাত পেয়েছেন হাতে।

Link copied!