আগস্ট ২০, ২০২২, ০৬:৪৫ পিএম
চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে মজুরি নির্ধারণ করা হয়।
এর আগে চা শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ টাকা ছিল। কিন্তু জীবন-যাত্রার ব্যয় বাড়ায় দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষঙ্গিক অন্যান্য সুবিধা প্রদান করতে হবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।