নোয়াখালীতে ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর (২২) নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত ট্রাক চালকের নাম মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪)। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির ইটবোঝাই একটি ট্রাকের চাপায় সাবরিনা আক্তার মিতু নিহত হন। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে তিনি সবার বড়।
ঘটনার পর চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।