জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:০৬ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যা মায়ের কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের দায়ের করা মামলা খারিজ করে এ আদেশ দেন।
আদালতে জাপানি মায়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিশির মনির। অন্যদিকে, শিশুদের বাবা ইমরান শরীফের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট নাসিমা আক্তার।
এর আগে, গত ২২ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ধার্য করেন বিচারক দুরদানা রহমান।
এদিকে, রায় শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন মা জাপানি চিকিৎসক নাকানো এরিকো। জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশি বাবা প্রকৌশলী ইমরান শরীফ দুই সন্তান নিজ হেফাজতে রাখার যে মামলা করেছেন তা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে দুই শিশু মায়ের কাছেই থাকছে।”
জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।
মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী। তখন থেকেই মেয়েদের জিম্মায় রাখতে তাদের বাবা-মায়ের মধ্যে আইনী লড়াই চলে আসছে।