এবার জামিন নিতে হাইকোর্টে গেলেন পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২১, ০৮:৫৯ এএম

এবার জামিন নিতে হাইকোর্টে গেলেন পরীমনি

রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় কারাগারে আটক চিত্রনায়িকা পরীমনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। একইসঙ্গে পরীমনির জামিন আবেদনের ওপর আগামী ১৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে নিম্ন আদালতের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমণির পক্ষে এ আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান ওই আইনজীবী।

গত ১৯ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পরীমনি জামিন আবেদন করলে ওই জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র‍্যাব। পরে র‌্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

গত ৫ আগস্ট পরীমণিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন এবং সবশেষ গত ১৯ আগস্ট তৃতীয় দফায় একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। রিমান্ড শেষে আদালতে পরীমনিকে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Link copied!