টিকা আসছে, আসবে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে সরকার : খন্দকার মোশাররফ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২১, ০৭:০৫ পিএম

টিকা আসছে, আসবে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে সরকার : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যাপারে নতুন করে কোনো চুক্তি করতে না পারলেও সরকার বলেই যাচ্ছে টিকা আসছে, আসবে। আদতে টিকা নিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ড. মোশাররফ বলেন, ‘পৃথিবীর যেসব দেশ ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে তারাই করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে। ফলে টিকার কোনো বিকল্প নেই, এটা এখন প্রমাণিত। জাতিসংঘও একই কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৩ থেকে ৫ শতাংশ মানুষকেও টিকা দিতে পারেনি। সরকার বলছে, টিকার জন্য টাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু কোথা থেকে কোন মাসে কত টিকা আনা হবে, তা পরিষ্কার করা হচ্ছে না। আসলে তারা কোথাও কোনো চুক্তি করতে
পারেনি।’

সরকার যতই বলুক টিকার জন্য টাকার ব্যবস্থা আছে, আসলে এত পরিমাণ টিকা কেনার টাকা সরকারের কাছে নেই। যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন এখনই জরুরি নয়, সেই খাত থেকে টাকা এনে টিকা কিনতেও পরামর্শ দেন খন্দকার মোশাররফ।

বিএনপির এই নেতা বলেন, এখন লাখ লাখ নয়, প্রতি মাসে কোটি কোটি টিকা আনার কথা শুনতে চায় মানুষ।

Link copied!