ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২১, ০১:০৬ পিএম

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ শুরু

রাজধানীসহ ঢাকা বিভাগের সব জেলায় সোমবার (০২ আগস্ট) থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে এই টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে টিকাদান চলতে থাকে। তবে পরবর্তীতে ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়া হয়।মজুদ ফুরিয়ে যাওয়ায় গত মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়।

দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হলে এসএমএস (ক্ষুদে বার্তা) পেয়েই সবাইকেই কেন্দ্রে আসতে। তবে আগে যারা এসএমএস পেয়েও কোনো কারণে টিকা নিতে পারেননি, তাদের এখন এসএমএস দেওয়া হবে না। তারা যেকোনো সময় এসে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে সারাদেশে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ, ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন গ্রহীতা এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।

গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া গেছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন,  ওই টিকা ইতোমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়েছে। অন্যান্য জেলা, উপজেলা ও ঢাকা শহরের সব কেন্দ্রে শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করা হবে।

তিনি বলেন, দ্বিতীয় ডোজের টিকার জন্য মোবাইলে এসএমএস লাগবে না। আগের এসএমএস দেখালেই হবে। এছাড়া টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

ডা. শামসুল হক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া দশ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে এসেছে।  আগামী মঙ্গলবার (৩ আগস্ট) আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি ভ্যাকসিনের সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে।’

 

 

Link copied!