খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা, ঢাবি শিক্ষককে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৯:০৭ পিএম

খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা, ঢাবি শিক্ষককে অব্যাহতি

বঙ্গবন্ধুর খুনির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি ও আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিন্ডিকেট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য হুমায়ূন কবির ।

এই অধ্যাপক বলেন, “আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে অব্যাহতি দিয়ে, এ বিষয়ে তদন্ত করার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যতদিন তদন্ত চলমান থাকবে ততদিন এই অব্যাহতি আদেশ বলবৎ থাকবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।” তবে কতদিনের মধ্য তদন্ত প্রবেদন জমা দিতে হবে তার নির্দিষ্ট কোনো সময় বেধে দেয়া হয়নি বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বঙ্গবন্ধুর খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে অভিযোগ উঠে। সেই সভার সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই বক্তব্য বাতিল করেন।

পরবর্তীতে রহমত উল্লাহ গণমাধ্যমকে বলেন, “তিনি মুজিবনগর সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সময়ে সকলের মতো তার নাম আসে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মোশতাকের সমালোচনা ও নিন্দা করেছেন।” এ নিয়ে ১৮ এপ্রিল তিনি একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

Link copied!