ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকে বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মোট ৭ জন মারা গেলেন।শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটের সময়ে ওই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ৯ জন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
ত্রিশাল থানার ওসি বলেন, ‘নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের। তারা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), দুই শিশুসন্তান ছেলে আবদুল্লাহ (৬) ও মেয়ে আকলিমা (৯)।তাদের বাড়ি শেরপুরের নকলা উপজেলায়।
মারা যাওয়া অন্যরা হলেন- নকলা উপজেলার নজরুল (৫৫) ও রাকিব (৩৫)। এছাড়া সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০)।
ত্রিশাল থানার ওসি আরও বলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় রাস্তার পাশে পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। স্যুপার এম এ রহিম পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস অন্য আরেকটি বাসকে জায়গা দিতে গিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। অন্য আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে আরও একজন মারা যায়। এ ঘটনার পর থেকে চালক পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।