দেশের সুনাম নষ্টকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ০২:০৬ পিএম

দেশের সুনাম নষ্টকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না:  প্রধানমন্ত্রী

বিদেশের মাটিতে দেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্নকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বদেশে এবং বিদেশে দেশের সুনাম নষ্ট করছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যারিয়ট হোটেল স্থানীয় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাসস’র। 

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক দেশের বাইরে থেকে কেবল সমালোচনা করে এবং দেশের ইজ্জত ধুলোয় লুটায়। আমরা কষ্ট করে আমাদের দেশকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছি, এখন এদের কাজ হলো, বিদেশে নিজের দেশকে ছোট করা। এরা বিদেশের মাটিতে বসে দেশের দূর্নাম করার জন্য বিএনপি-জামায়াতে ইসলামীর কাছ থেকে টাকা পায়।

তিনি বলেন, ‘একদল আছে যারা আওয়ামীলীগের সরকারকে অবৈধ বলে। আমার প্রশ্ন হলো তারা আমাদের সমালোচা করার এইসুযোগ কিভাবে পেয়েছে? আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়েছি বলেই তো।

এসময় তিনি বলেন, হাইকোর্টের রায়ে প্রমাণতি হয়েছে জিয়াউর রহমান এবং এইচএম এরশাদের শাসনামল অবৈধ। কেননা তারা মার্শাল আইন জারি করে নিজেদের সরকার গঠন করেছিলেন। পাশাপাশি জিয়ার স্ত্রী খালেদা জিয়াও এতিমদের টাকা তছরূপ করেছেন, তাদের পুত্র তারেক ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামী। এসময় তিনি বলেন, এদের দূর্নীতি প্রমান দেশের বাইরে যুক্তরাষ্ট্রও প্রকাশ করেছে এফবিআই।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জনগণের টাকা মেরে এফবিআইয়ের লোককে ভাড়া করেছিল তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করতে। তার প্রমাণও প্রকাশ করেছে এফিবিআই। আর তারাই এখন আওয়ামী লীগকে অবৈধ বলে।

আওয়ামীলীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনে জেতার সাহস এবং সক্ষমতা থাকলে তারা নির্বাচনে আসবে।

Link copied!