নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) ভোররাতে শহরতলির ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচন্না খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানান, গত ১৮ তারিখ ঢাকা থেকে চিকিৎসা শেষে লঞ্চে তার স্বামী ইসাহাক মোল্লার সঙ্গে পটুয়াখালী আসেন। ১৯ মার্চ বিকেলে শহরের সবুজবাগ ২ নম্বর লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম। অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও খুঁজে না পেয়ে তার স্বামী পটুয়াখালী সদর থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।