প্রতি বছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ১২:২৪ এএম

প্রতি বছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস

প্রতি বছর ১৮ অক্টোবর পালিত হবে জাতীয় শেখ রাসেল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ১৮ আগস্টকে জাতীয় শেখ রাসেল দিবস হিসেবে পালনের বিষয়টি অনুমোদন করা হয় মন্ত্রিপরিষদের বৈঠকে। দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করা হবে।  

সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রতি বছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালন করা হবে শেখ রাসেল দিবস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব ও যৌক্তিকতা উপস্থাপন করে মন্ত্রিসভার বৈঠকে।

এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের দ্বিতীয় ফেইজের আওতায় প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব । এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও তাদের মতামত উত্থাপন করেছে। তারা গত কয়েক বছর ধরে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করে আসছে। শিশু একাডেমিসহ অন্যান্য প্রতিষ্ঠানও এটি পালন করে আসছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যার সময় শিশু শেখ রাসেলকে ছাড় দেয়নি।

 

Link copied!