ফের রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনের ভোটে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে এজেন্টের দেয়া ১৫৫ কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৯ হাজার ৪৫৭ ভোট।
বুধবার বিকাল ৪টায় ভোটগ্রহণের পর রাত ৮টা পর্যন্ত ফল গণনা শেষে সব কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়।
এই নির্বাচনে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বী চারজন। তার মধ্যে ইসলামী আন্দোলন পরে ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় তাদের প্রার্থীর নাম ব্যালটে থেকে যায়।
বড় ধরনের গোলযোগ না হলেও দুটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘাত বেঁধেছিল।
রাজশাহীতে একজন মেয়র, ৩০ জন সাধারণ কাউন্সিলর, ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে ভোটার ছিলেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে কত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, সেই হিসাব এখনও পাওয়া যায়নি। তবে ভোটের হার ৫০ শতাংশের বেশি হতে পারে বলে নির্বাচন কমিশনের ধারণা।
রাজশাহীতে ২০০৮ সালে ভোটের হার ছিল ৮১.৬১ শতাংশ। ২০১৩ এ সিটিতে ভোট পড়ে ৭৬.০৯ শতাংশ। সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের হার ছিল ৭৮.৮৬ শতাংশ।