বন্যার্তদের ত্রাণবিতরণে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে: টুকু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৪:০৯ পিএম

বন্যার্তদের ত্রাণবিতরণে বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে: টুকু

বন্যাকবলিত মানুষকে ত্রাণ দিতে গিয়ে বিএনপিকে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচি ও ত্রাণ সংগ্রহ কর্মকাণ্ডে আওয়ামী ও পুলিশি বাধার প্রতিবাদে দলের জাতীয় ত্রাণ কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত উল্লেখ করে  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশের একটি বৃহৎ অঞ্চলের মানুষ বন্যাকবলিত হয়ে মানবতার জীবনযাপন করছে। বিরোধী দল হয়েও সীমিত সম্পদ নিয়ে আমরা বন্যাকবলিত মানুষের পাশে ত্রাণ নিয়ে যাচ্ছি, সেখানেও বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারাও জারি করা হচ্ছে।” 

সারাদেশে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের হাহাকারে যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “, বন্যার্তদের জন্য সরকারি সাহায্য যখন নিতান্তই অপ্রতুল; এই সময় সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকারি দল বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় বিনা উস্কানিতে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।”

বন্যাদুর্গত এলাকার মানুষ অনাহারে ভুগছে দাবি করে টুকু বলেন,“ চিকিৎসার অভাবে নানা ধরনের রোগে অসুস্থ হয়ে পড়ছেন। সরকারি ত্রাণ দেওয়া তো দূরের কথা বিএনপির মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ কর্মকাণ্ডকে পুলিশ পণ্ড করে দেয়।”

Link copied!