বিএনপি একই চক্রান্ত শুরু করছে নতুন আদলে: আমু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ০১:১০ এএম

বিএনপি একই চক্রান্ত শুরু করছে নতুন আদলে: আমু

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘটিয়ে তারা সেদিন মুক্তিযোদ্ধার চেতনার মূল্যবোধকে হত্যা করেছিল।সাম্প্রদায়িকতার প্রবেশ ঘটিয়েছিল। তারা সেই দিন এই দেশের চাকা পেছনে ঘুরিয়ে দিয়ে নব্য পাকিস্তান সৃষ্টির পায়ঁতারা করেছিল। সেই একই চক্রান্ত শুরু করছে আবার নতুন আদলে।

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টায় বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য আরও বলেন, তারা গণতন্ত্রের নামে নির্বাচনের নামে বিভিন্ন ধোঁয়া তোলে। এদেশের গণতন্ত্রের ধারাকে নির্বাচনী ধারাকে ব্যাহত করে স্বীয় গণতান্ত্রিক পন্থা আবার পুনরায় এই দেশে প্রতিষ্ঠা করবার যে ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দল আজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার।

১৪ দলের সমন্বয়ক আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল। যেখানে পাকিস্তান প্রতিদিন বিলুপ্তির দিকে যাচ্ছে সেখানে বাংলাদেশ প্রতিদিন উন্নত করছে এটি তাদের সহ্য হয় না। তাই বিভিন্ন রকম ষড়যন্ত্র করে বিভিন্ন কায়দায় এই অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে চায়।

বিএনপিকে হুঁশিয়ার করে এই প্রবীণ নেতা বলেন,  আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা চাই দেশের সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে কোনো অসংবিধানের ধারা কোনো পন্থা এই দেশে স্থান লাভ করতে পারবে না। গণমানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। 

আরও পড়ুন: রংপুরের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার: শেখ হাসিনা

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দেশের ছাত্র-যুবক-জনতা সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যেমনি বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় ছিনিয়ে আনা হয়েছে। আগামী নির্বাচনীয় ঠিক একইভাবে নৌকার জয় হবে।

এদিন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে ১৪ দলীয় জোটের দলগুলো ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে।

আরও পড়ুন: ১৫ আগস্টের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি যুবলীগের

সমাবেশের মঞ্চ বানানো হয় ট্রাকের উপরে। মঞ্চের সামনের খোলা জায়গায় অবস্থান নেন নেতাকর্মীরা।


সমাবেশে আরও বক্তব্য রাখেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

Link copied!