নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়া বিএনপির সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।
রবিবার সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির উদ্দেশে জাসদ সভাপতি বলেন, “সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি। অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।”
নবগঠিত নির্বাচন কমিশনারদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, “মুখ আর দল দেখে নয়। সরাসরি আইন, সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।”
পদ্মার ভাঙন নিয়ে ইনু বলেন, “অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণ-বঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে।”
প্রসঙ্গত, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে কয়েক হাজার একর ফসলি জমি ও অসংখ্য বাড়িঘর বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে জিও-টিউব দিয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।