মার্চ ১৫, ২০২২, ০৭:৩৭ পিএম
বন্ধুদের সঙ্গে ভারতের গোয়ায় ঘুরতে যেয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার রাতে ভারতের গোয়ায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম নাঈমুর রহমান প্রান্ত (২৪)। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে প্রান্ত বেসরকারি আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র ছিলেন।
আহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫), ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব (২২)। আহতদের সবাই গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আদিবের অবস্থা আশঙ্কাজনক।
নিহত নাঈমুর রহমান প্রান্তের চাচা আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, তার ভাতিজা বন্ধুদের সঙ্গে রবিবার সকাল ১০টার ফ্লাইটে ভারতের মুম্বাই হয়ে গোয়া যায়। সোমবার রাতে গোয়ায় একটি প্রাইভেটকার দুর্ঘটনায় প্রান্ত মারা যায়। মঙ্গলবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহামন স্বপন তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রান্ত’র স্বজনের জানান, রাত আড়াইটা দিকে প্রান্তের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। প্রান্ত নিজেই গাড়ি চালাচ্ছিল বলে জানা যায়। রাত সাড়ে তিনটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পরে সকাল সাড়ে নয়টার দিকে আহত সোয়াদ মোবাইলফোনে তার পরিবারকে দুর্ঘটনার সংবাদ জানানো হয়।