বিনামূল্যেও খাসীর চামড়া নিচ্ছে না কেউ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ০৯:৫৪ পিএম

বিনামূল্যেও খাসীর চামড়া নিচ্ছে না কেউ

কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম কিছুটা থাকলেও ছাগলের চামড়ায় একেবারেই নেই। এজন্য বিনামূল্যেও ছাগলের চামড়া নিচ্ছে না কেউ।

রবিবার বিকেলে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় কোরবানির পর খাসির চামড়া নিয়ে বসে ছিলেন মানুষজন। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা কম-বেশি দামে গরুর চামড়া কিনলেও খাসির চামড়ায় একদমই হাত দিচ্ছেন না। আবার কেউ সামান্য আগ্রহ দেখালে ১০০-১৫০ টাকার চামড়ার দাম ১০-১৫ টাকার বেশি দিতে রাজি হচ্ছেন না। অনেকে বিক্রি করতে না পারায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ সাংবাদিকদের বলেন, গরুর চামড়ার তুলনায় খাসির চামড়া অনেক ছোট। যেহেতু আমাদের ব্যবসাটি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে, সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে খাসির চামড়ার কোন চাহিদা না থাকায় আমরা খাসির চামড়া এবার কিনছি না। আর কিনলেও তা খুব অল্প পরিসরে। তাই খাসির চামড়া এবার বলতে গেলে কোন দামই উঠেনি।

Link copied!