বেশি ভাড়া: ৩১৪ বাসকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৬:৪১ এএম

বেশি ভাড়া: ৩১৪ বাসকে জরিমানা

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৩১৪ টি বাসকে জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করায় বুধবার (১০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএ ও ভ্রাম্যমাণ আদালতের দিনব্যাপী অভিযানে তাদের জরিমানা করা হয়।

বিআরটিএর পরিচালক মো. সরওয়ার আলম জানান, বুধবার (১০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ২৯৬টি বাস ও মিনিবাসকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ২৪৪টি ডিজেলচালিত বাস এবং ৫২টি সিএনজিচালিত ছিল।

প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনের পরিপেক্ষিতে ২৭ শতাংশ বাসভাড়া বাড়ায় বিআরটিএ। গত সোমবার (৮ নভেম্বর) নতুন ভাড়া কার্যকর হয়। কিন্তু এরপরও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

Link copied!