ব্যাটারিচলিত রিকশা দুর্ঘটনায় গুরুতর আহত জাবি শিক্ষার্থী আইসিইউতে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৪:৪৯ এএম

ব্যাটারিচলিত রিকশা দুর্ঘটনায় গুরুতর আহত জাবি শিক্ষার্থী আইসিইউতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূজা মজুমদার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পূজা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশমাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় প্রান্তিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে ধাক্কা দেয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Link copied!