এপ্রিল ২১, ২০২২, ০৯:৩২ এএম
মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, রাতে র্যাব-৪ এর টহল গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর র্যাবও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কিছু সময় গুলি বিনিময় হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
খন্দকার আল মঈন আরও বলেন, এই সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামাতে সেগুলোকে লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সব লুটে নিয়ে পালিয়ে যায়। র্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের আভিযানিক সদস্যরা মাইক্রোবাসে ছিল। আর সন্ত্রাসীরা সেটাকে কোনো সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে গুলি চালাতে পারে।