মালদ্বীপের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির খসড়া অনুমোদিত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৪:২৩ পিএম

মালদ্বীপের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির খসড়া অনুমোদিত

মালদ্বীপের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ। রবিবার (১৯ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠকশ শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মালদ্বীপের কারাগারে সাজাপ্রাপ্ত ৪৩ জন এবং ৪০ জন বাংলাদেশি বিচারাধীন অবস্থায় বন্দি আছেন। এই চুক্তির ফলে দুই দেশ চাইলে তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনতে পারবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফলে গেলে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফর করার কথা রয়েছে।

Link copied!