মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবার তলব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:০০ পিএম

মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবার তলব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

মিয়ানমারের ভূখণ্ড থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় এক রোহিঙ্গা কিশোরের মৃত্যুসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিয়াউ মো’কে  তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বাংলাদেশের ভূখণ্ডে পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে এনিয়ে চারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।   

রবিবার বেলা সোয়া ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত অং কিয়াউ মো। প্রায়  ১৫ মিনিট অপেক্ষা ক‌রার পর  তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়। 

এ সময় বাংলাদেশ সীমান্তে একাধিকবার মর্টার শেল নিক্ষেপের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে তাকে একটি চিঠি হস্তান্তর করা হয়। পরে সোয়া ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

 

বাংলাদেশের অভ্যন্তরে গোলাবারুদ ও বোমা নিক্ষেপের ঘটনায় সম্প্রতি আরও তিনবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কথা ভাবছে সরকার।

গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরিত হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন।

একই ঘটনায় এর আগে সবশেষ ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদপত্র দেন।

গত ৯ সেপ্টেম্বর মিয়ানমার ভূখণ্ডে থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে। এর আগে, ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে।

তারও আগে, ২৮ আগস্ট বিকালের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু এসে পড়ে।

Link copied!