মে দিবস উপলক্ষ্যে শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর প্রেসক্লাবে ৯ সংগঠনের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বাসদ (মাহবুব) নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।
সে সময় বক্তারা বলেন, মে দিবস শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংগ্রাম ও ঐক্যের দিন। বাশখালীতে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই শাসক শ্রেণীকে উচ্ছেদের লক্ষ্য নিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। দৈনিক কাজের ঘন্টা নির্ধারণের রাজনৈতিক গুরুত্ব অনেক। ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানায় শ্রমিকদের কর্মদিবস ১২ ঘন্টা ১৬ ঘন্টা হবার ফলে শ্রমিকরা পর্যাপ্ত বিশ্রাম থেকে যেমন বঞ্চিত হন তেমনি মালিকদের চরম শোষণের বিরুদ্ধে সংগ্রাম করবার চিন্তা ভাবনার কোনো সুযোগও তারা পাননা। মে দিবসে ৮ ঘন্টা কাজের দাবীর সংগ্রাম তাই আজও গুরুত্বপূর্ণ।
করোনা কালে শ্রমিকদের ঝুঁকি ভাতা দেয়ার দাবী জানিয়ে বক্তারা আরো বলেন, সরকার লকডাউনে গরীব মেহনতি মানুষের পাশে দাঁড়ায় নি।
সমাবেশে সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশ আজ স্পষ্ট দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে দেশের শ্রমিক শ্রেণীসহ শ্রমজীবী জনগণ অপরদিকে লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ ব্যবসায়ী শাসক শ্রেণী। জনগণের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়ে গঠিত জাতীয় সংসদ আজ পরিণত হয়েছে ব্যবসায়ীদের ক্লাবে।শ্রমিক কৃষক নিপীড়িত অপমানিত বঞ্চিত জাতি ও জনগণের মুক্তির জন্য তাই এই ব্যবসায়ী শোষক শাসক শ্রেণীর শাসন উচ্ছেদের সংগ্রামে শ্রমিক শ্রেণীকে নেতৃত্ব দিতে হবে।
সমাবেশে ৯ বাম সংগঠনের মধ্যে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাসদ ( মাহবুব), কমিউনিস্ট ইউনিয়ন উপস্থিত ছিলো।