করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (৪ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১২ জন ভর্তি হয়েছেন। এনিয়ে সোমবার (৪ অক্টোবর)পর্যন্ত আইসিউতে ৪ জনসহ মোট ৯৯ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
সোমবার (৪ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা.মহিউদ্দিন খান মুন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘রবিবার (৩ অক্টোবর ) সকাল ৮টা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।মৃতদের মধ্যে ৭ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত অন্য ১ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন।
এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, সোমবার গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩০৩ টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২ দশমিক ৬৪। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।