যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে: প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০৪:২১ পিএম

যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ পিছিয়েছে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে। তবে যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে।

আজ বুধবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।

তিনি বলেন, কোভিডের কারণে রূপপুর সঞ্চালন লাইনের কাজ কিছুটা পিছিয়েছে।

তিনি আরও বলেন, সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

ভারতের তিনটি কোম্পানি সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে। মূলত কোম্পানি তিনটির কাজে গতি না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আগামী বছর রূপপুর কেন্দ্রর কোজ শেষ হবে। এর মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ না হলে রূপুপর কেন্দ্র বসে থাকবে।

Link copied!