রাজধানীর হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২১, ০৮:৫৫ এএম

রাজধানীর হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

 

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুরে হোটেল আল ফারুক নামে একটি হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

মৃত ওই ব্যবসায়ীর নাম তরুন কান্তি সেন। তিনি  চট্টগ্রামের কোতয়ালী থানার উমেশ চন্দ্র সেনের ছেলে বলে জানা গেছে।  

মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাউসার আহমেদ খান বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এসআই সাব্বির আহমেদ খান দ্য রিপোর্টকে বলেন, ‘রাত ১১টা ২০ মিনিটের দিকে হোটেল আল ফারুক নামে ওই হোটেল কর্তৃপক্ষের টেলিফোন পেয়ে সেখানে যাই। হোটেলের ৭০১ নম্বর কক্ষটি ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। পরে রুমের দরজা ভেঙে খাটের উপর থেকে ওই ব্যক্তির মরদেহ  উদ্ধার করা হয়।’

মতিঝিল থানার এই কর্মকর্তা আরও বলেন, ‘মৃতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুন কান্তি সেন। বাবার নাম উমেশ চন্দ্র সেন। চট্টগ্রাম কোতোয়ালি থানার আব্দুস সাত্তার রোডের ১৫ নম্বর এনাম হাউজে তিনি বাস করতেন।’

এসআই কাউসার আহমেদ খান আরও জানান, ‘পেশায় ব্যবসায়ী তরুন কান্তির মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্টোক বা কোনো নেশা জাতীয় কিছু সেবন করায় তার  রিয়েকশনে  তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

Link copied!