রাজনৈতিক দলগুলোকে কৃচ্ছতা সাধনের অনুরোধ জানালেন হুইপ স্বপন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২২, ০৯:৪০ পিএম

রাজনৈতিক দলগুলোকে কৃচ্ছতা সাধনের অনুরোধ জানালেন হুইপ স্বপন

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় আমাদের অর্থনীতির ক্রমবিকাশের ধারাবাহিকতা রক্ষা করতে সরকার ও জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কৃচ্ছতা সাধনের অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

বুধবার সকালে কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক থানা শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

হুইপ বলেন, “১৯৪৫ সালে সমাপ্ত ২য় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বের মানবজাতির উপর এই সময়ের মত ভয়াবহ দুর্যোগ আর কখোনো নেমে আসে নি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়েছে। কিন্তু এর ব্যাপ্তি বিশ্ব মানবতাকে কঠোরভাবে আঘাত করে নি, বিশ্ব অর্থনীতিকে একযোগে আঘাত করতে পারে নি। কোভিট-১৯ অদৃশ্য শত্রু হিসেবে একযোগে সমগ্র বিশ্বের মানব জাতিকে আঘাত করেছে। এর ভয়াবহতা ব্যাপক ও দীর্ঘস্থায়ী। ওপরন্তু মরার মত খাড়ার ঘা'র রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে।”

ইউক্রেন ও রাশিয়া জ্বালানি, খাদ্য ও সার উৎপাদনে বিশ্বের অন্যতম উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “করোনার অভিঘাতের পর রাশিয়া- ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর রাশিয়াকে অর্থনৈতিক অবরোধ করার তুঘলকি সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্বের দরিদ্র্য ও আমাদের মত উদীয়মান রাষ্ট্রগুলো চরম বিপদের মুখে পতিত হয়েছে। ইতিমধ্যে বিশ্ব বাস্তবতার প্রেক্ষিতে অনেক ধনী রাষ্ট্র সহ মধ্য ও নিম্ন আয়ের দেশগুলো কৃচ্ছতা সাধনের উদ্যোগ গ্রহণ করেছে।”

তিনি বলেন, ইতিমধ্যেই বাঙালির আপন প্রধানমন্ত্রী, সকল ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের যোগ্যতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারী ব্যয়ে কৃচ্ছতা সাধনের উদ্যোগ নিয়েছেন এবং জনগণকে মিতব্যায়ী হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাঁর এই ঐতিহাসিক সিদ্ধান্ত ও আহ্বান আমাদের জাতীয় অর্থনীতির ধারাবাহিক উন্নয়নের গতি সংহত ও শক্তিশালী করবে। যেহেতু রাজনৈতিক দল সমূহ রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করে এবং রাষ্ট্র পরিচালনা করে সেহেতু রাজনৈতিক দলসমূহকে অভ্যন্তরীণ কৃচ্ছতা সাধনের উদ্যোগ নিতে হবে।”

এসময় তিনি মূল্যবান জ্বালানি নষ্ট করে অপ্রয়োজনীয় মোটর শোভাযাত্রা, বিভিন্ন কর্মসূচী কেন্দ্রিক অসংখ্য বাহুল্য গেট নির্মাণ, সাজসজ্জা, আলোকসজ্জা ও শোডাউন মত রাজনীতির মৌলিক নীতি বহির্ভূত কর্মসূচীগুলি পরিহার করার জন্য নিজ দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সকল রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান।

মো.  সিরাজুল ইসলাম চৌধুরীর  সভাপতিত্বে ওই সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান মুজিব, মো. সালাউদ্দিন আহমেদ সিআইপি,জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সারোয়ার কমল এমপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতি এবং জনাব মকছুদুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হযন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।

Link copied!