জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার রায় শুনে এজলাসেই অঝোরে কাঁদলেন তার স্ত্রী ডা. রাজিয়া রহমান।
রায় ঘোষণার পরপর আদালত কক্ষের ভেতরে প্রায় ১০ মিনিট নীরবে বসে তাকে কাঁদতে দেখা যায়। পরে এজলাস থেকে বের হয়েও কান্নায় ভেঙে পড়েন ডা. রাজিয়া রহমান।
রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যারা এখন পর্যন্ত পলাতক, তাদের দ্রুত গ্রেফতার করে রায় যেন কার্যকর করা হয়।’
বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এই মামলার রায়ে ৮জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
৫৩ পৃষ্ঠার রায়ের র্পযবেক্ষণে বিচারক বলেন, জঙ্গি দল আনসার আল ইসলাম সাংগঠনিকভাবে ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে।
দীপন হত্যা মামলার আসামিরা হলেন- বরখাস্তকৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম হোসেন পলাতক রয়েছে।