শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ১২:৪৫ পিএম

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত

মৌলভীবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। রবিবার (৭ নভেম্বর) ভোরে জেলার শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি পাহাড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় র‌্যাবের তিন সদস্যও গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়। আহতরা হলেন, র‌াসেল, কাইয়ুম, নুরু।

মাইজদিহি পাহাড়ে ১০-১২ জনের একটি সশস্ত্র দল অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযানে চালায় র‌্যাব-১৩ সদস্যরা। টের পেয়ে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুরুতর আহত হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ধারণা, নিহতরা কমলগঞ্জে উপজেলা চৌদ্দুঘাট এলাকা ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

শ্রীমঙ্গল থানার এসআই মো. জামাল জানান, আজ ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে মরদেহ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Link copied!