ষড়যন্ত্র থেমে নেই, বন্দরের নিরাপত্তায় সতর্কতার সাথে কাজ করুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ০৮:২৯ পিএম

ষড়যন্ত্র থেমে নেই, বন্দরের নিরাপত্তায় সতর্কতার সাথে কাজ করুন

চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের গেটওয়ে উল্লেখ করে এই বন্দরের সার্বিক নিরাপত্তায় কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্কতার সাথে কাজ করতে নির্দেশনা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে বৈঠকে  তিনি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম অংশীদার কারিগর চট্টগ্রাম বন্দর। একে প্রশ্নবিদ্ধ করতে পারলে; এর কার্যক্রম স্লো করে দিতে পারলে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এজন্য ষড়যন্ত্র থেমে নেই। আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে আরো সাহসিকতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে।”

নৌ প্রতিমন্ত্রী বলেন, “বন্দরে ছোট খাটো দুর্ঘটনা আপনারা মোকাবেলা করেছেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে আরো সতর্ক থাকবেন। এখানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন এবং বে-টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সেসব কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।“

বৈঠকে অন্যদের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান  রিয়ার এডমিরাল এম শাহজাহান, সদস্য প্রশাসন মো. জাফর ইলম, পরিচালক ট্রাফিক মো.এনামুল করিম, পরিচালক নিরাপত্তা লে.কর্ণেল মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতিটা আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা পড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি সেটা আমাদের অনেক প্রশ্নবিদ্ধ করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন ‘কেউ এ ঘটনার জন্য দায়ী কিনা তা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তদন্তের রিপোর্ট বাস্তবায়নে ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তদন্ত কমিটি করা হয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলবো না। তদন্তে করে যেটা বেরিয়ে আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছেন। আমাদের সরকার জবাবদিহিতায় বিশ্বাসী। তদন্ত শেষে সবকিছুর জবাব দেয়া হবে।”     

Link copied!