সরাইলে পুলিশ-হেফাজত সংঘর্ষে ২জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১১:০০ পিএম

সরাইলে পুলিশ-হেফাজত সংঘর্ষে ২জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মী ও সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুপুর পর্যন্ত দুই জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের হাদিস মিয়া (২৩) এবং সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আল আমীন (১২)। বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন।

রবিবার (২৮ মার্চ) দুপুরে হরতালে সংঘর্ষের সময় আহত হলে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত হাদিস মিয়ার বড় ভাই মাওলানা আবদুর রহিম বলেন, ‘আমার ভাই পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়েছে। তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রানা নুরুশামস হাসপাতালে শিশু আল আমীনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং তত্ত্বাবধায়ক শওকত আলী দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। সংঘর্ষের খবর জানালেও তাতে কারো মৃত্যুর বিষয়টি পুলিশ কিংবা প্রশাসন কেউ নিশ্চিত করতে পারেনি।

Link copied!