সার্চ কমিটি নিয়ে যা বললেন ড. কামাল হোসেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:২৬ পিএম

সার্চ কমিটি নিয়ে যা বললেন ড. কামাল হোসেন

নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সরকার এবং আমরা একত্রিত হয়ে গেছি উল্লেখ করে ড. কামাল বলেন, “সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান কমিটি বলুন কেউ নিরপেক্ষ খুঁজে বের করতে পারবে না।”

তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “দেশ পরিচালনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল দুঃখজনক হলেও সত্য দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তা আজ বহুলাংশে উপেক্ষিত।”

দেশের মালিকগণ তাদের মালিকানা হারিয়েছেন-মন্তব্য করে ড. কামাল আরও বলেন, “ দেশের জনগণ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তারা তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”

রাষ্ট্রের মালিক জনগণ উল্লেখ করে দেশের এই বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আরও বলেন, “ জনগণকে দেশ ও জাতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ না হলে এই অব্যবস্থাপনার নির্বাচন ঠেকানো যাবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।”

Link copied!