সিইসিকে আদালত অবমাননার নোটিশ সাকির

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২১, ০১:১৭ এএম

সিইসিকে আদালত অবমাননার নোটিশ সাকির

আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় ও নির্দেশনা কেন বাস্তবায়ন করা হয়নি, তা জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন দলটির সমন্বয়কারী। 

রবিবার (১০ অক্টোবর) গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে উচ্চ আদালতে আদালত অবমাননার আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, ২০১৮ সালে ১১ নভেম্বর দলটির সমন্বয়ক জোনায়েদ সাকির করা রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল রায় ঘোষণা করেন। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। ওইদিন রায়ের পর জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে নিবন্ধন দিতে হবে। 

রবিবার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রায় পৌঁছানোর পরও সিইসি কোনো পদক্ষেপ নেননি। তাই এ নোটিশ দেওয়া হলো।

Link copied!