সিসিক নির্বাচন

সিলেটের নগরপিতা হয়ে যা বললেন আনোয়ারুজ্জামান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২৩, ০৯:৫৪ এএম

সিলেটের নগরপিতা হয়ে যা বললেন আনোয়ারুজ্জামান

সংগৃহীত ছবি

সিলেট সিটি নির্বাচনে জয়ী হয়ে নগরপিতার দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিটি কর্পোরেশনের নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়।

বুধবার (২১ জুন) রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ভালো উন্নয়নগুলো আমি চালিয়ে যাব। মানুষের কল্যাণে আমি কাজ করব। সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে যাব।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট।

Link copied!