যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা থেকে ঢাকায় ফিরেছেন ১৩৫ জন বাংলাদেশি। দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষে আটকে পড়া ৬৭৫ জন বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ফিরলেন তারা।
সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
এর আগে রবিবার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রবিবার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হন।
যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে জেদ্দা পৌঁছেছেন। দুপুরে দুটি বিমানে ৭০ জন, বিকেলে আরও একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান।
এর আগে, রবিবার সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে পোর্ট সুদান থেকে ওই ১৩৫ জন বাংলাদেশিকে জেদ্দা বিমানবন্দরে আনা হয়। তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সুদানে থাকা প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিকের মধ্যে দেশে ফেরার জন্য যারা নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।