স্ত্রীর করা জালিয়াতি মামলায় কারাগারে সিটি ব্যাংক চেয়ারম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৩, ১০:০২ পিএম

স্ত্রীর করা জালিয়াতি মামলায় কারাগারে সিটি ব্যাংক চেয়ারম্যান

সই জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে স্থায়ী জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পারটেক্স গ্রুপের কর্ণধার এবং বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে আজিজ আল কায়সার টিটো। বাদী তাবাসসুম কায়সারের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আসামী আজিজ আল কায়সার টিটোর পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন আইনজীবী সাইদুর রহমান মানিক ও মো. মাসুম। অন্যদিকে, বাদী তাবাসসুম কায়সারের পক্ষে ছিলেন আইনজীবী তুহিন হাওলাদার।

আইনজীবী তুহিন হাওলাদার গণমাধ্যমকে বলেন, “আসামি আজিজ আল কায়সার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনে মুক্ত থেকে তিনি সুযোগ-সুবিধা ভোগ করেন, কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করেন। এ জন্য আজ আমরা তার জামিনের বিষয়ে আদালতে শুনানি করি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

অন্যদিকে, আজিজ আল কায়সার টিটোর আইনজীবীরা জানান,  বৃহস্পতিবার স্থায়ী জামিন চেয়ে তারা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছিলেন। জামিন বাতিলের বিষয়টি নিয়ে এখনই কোনো আদেশ না দিতে তারা বিচারককে অনুরোধ করেছিলেন। তবে বিচারক তাদের কথায় সায় না দিয়ে কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তারা জানান।  

প্রসঙ্গত, কায়সারের সঙ্গে দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যে গত বছরের ডিসেম্বরে তাবাসসুম আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ ফেব্রুয়ারি আসামি আজিজ ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান কায়সারের বিরুদ্ধে অভিযোগ, তিনি একই ব্যাংকের পরিচালক স্ত্রী তাবাসসুমের সই নকল করে পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করে অর্থ আত্মসাত করেন।

Link copied!