স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৩:০৫ পিএম

স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। উঠতে গেলে তাঁদেরকে প্রতিহত করতে হবে।’

আজ সোমবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

বলেন, ‘আজকে এমন সময়ে আমরা সমাবেশ করছি, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে, তখন বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।’

সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল) বলেন, বিএনপি রাজপথ দখলে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু যুবলীগ প্রমাণ করেছে রাজপথ বিএনপির নয়, যুবলীগের দখলে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, সাধারণ মানুষের সমর্থন চেয়ে ব্যর্থ হয়ে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুবলীগ রাজপথে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। বিএনপিকে বিলুপ্ত প্রাণী ডাইনোসরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ডাইনোসরের মতো হিংস্রতার কারণে একসময়ের বড় দল বিএনপি ধ্বংস হয়ে যাবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, সেলিম আলতাফ, আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল মুকিত চৌধুরী, জনশক্তি ও কর্মসূচিবিষয়ক সম্পাদক শাহীন মালুম, উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।



Link copied!