সেপ্টেম্বর ৮, ২০২১, ০১:০৬ পিএম
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও প্রতিষ্ঠানটির প্রধান মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮সেপ্টেম্বর) সকালে মাদরাসার শুরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি ইদ্রিস তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে মাদরাসার শুরা কমিটির বৈঠকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুফতি আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন।
এর আগে, হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদরাসার সবচেয়ে সিনিয়র মুফতি আব্দুস সালাম চাটগামীকে প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে বৈঠকে মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফী ইন্তেকাল করার পর হাটহাজারী মাদরাসার মুফতী আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়।