চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেদ্দায় বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে তার শারীরিক পরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়।
সৌদি টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, লাঠিতে ভর করে ধীরে ধীরে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ছাড়ছেন বাদশাহ। ভিডিও ফুটেজে বাদশাহ আবদুল আজিজের পাশে আরও কিছু লোকজনের সঙ্গে সৌদি আরবের প্রকৃত শাসক ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা যায়।
৭ মে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় রয়্যাল কোর্ট জানায়, স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করার জন্য বাদশাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদশাহ কার্যত শাসক যুবরাজ মোহাম্মাদের কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার পরিকল্পনা করছেন- ২০১৭ সালে ছড়িয়ে পড়া এমন গুজব সৌদি আরব নাকচ করে দেয়। বাদশাহ সালমান ২০২০ সালে তার গল ব্লাডার অপসারণে অস্ত্রোপচার করান।
সূত্র: বাসস।