বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক ৫টি মামলায় জামিনের মেয়াদ ১ বছর করে বাড়িয়ে দিয়েছেন আদালত।
সোমবার (২৭ সেপ্টেম্বর) আইনজীবীর মাধ্যমে খালেদা জিয়া জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানোর পর মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টর পৃথম দুইটি বেঞ্চ জামিনের মেয়াদ বাড়িয়ে এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে ঢাকায় তিনটি, নড়াইল ও কুমিল্লায় রয়েছে একটি করে মামলা। ঢাকার তিনটি এবং নড়াইলের একটি মামলায় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।
আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এএইচএম কামরুজ্জামান মামুন। আইনজীবী এএইচএম কামরুজ্জামান মামুন গণমাধ্যমকে বলেন, মোট ৩৬টি ফৌজদারি মামলার মধ্যে বর্তমানে বেগম খালেদা জিয়া ৩৪টি মামলায় জামিনে আছেন।