‘গাছে কাঁঠাল গোফে তেল’ অভ্যাস ত্যাগ করুন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২২, ০৯:৫৩ পিএম

‘গাছে কাঁঠাল গোফে তেল’ অভ্যাস ত্যাগ করুন

জনগণ রাস্তায় নামলে বর্তমান সরকারকে হটাতে এক সপ্তাহ সময় লাগবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। রাজনৈতিক দলগুলোকে ‘গাছে কাঁঠাল গোফে তেল’ অভ্যাস ত্যাগ করারও আহবান জানান তিনি

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “গাছে কাঁঠাল গোফে তেল’ রাজনৈতিক দলগুলোকে বলবো এই অভ্যাস ত্যাগ করুন। বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না। ক্ষমতায় বসতে চাইলে জনগণকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনগণ রাস্তায় নামলেই সরকারকে হটাতে একমাস বা এক বছর নয়, মাত্র এক সপ্তাহ লাগবে।”

ভালো ছাত্ররাও ছাত্রলীগ করে মাদকাসক্ত ও খুনি হয়ে যায় উল্লেখ করে  গণঅধিকার পরিষদের সদস্য সচিব আরও বলেন, “এরা নিজের দলের লোককেও খুন করে। এই সরকার আরও এক মেয়াদ থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।”

পদ্মা সেতু বিষয়ে সম্প্রতি ড. ইউনুস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের ইঙ্গিত করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “এ সরকার ড. ইউনুসের মতো সম্মানিত ব্যক্তিকে কীভাবে অপমান করেছে আমরা তা দেখেছি।” রিজার্ভ নিয়ে সরকার যে হিসাব দিচ্ছে তা প্রকৃত হিসাব নয়, সেখানে অনেক ফাঁকফোকর রয়েছে বলেও তিনি জানান।

Link copied!