‘দেশকে উন্নত করতে জনগণের সেবক হয়ে কাজ করুন’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ০১:১৫ পিএম

‘দেশকে উন্নত করতে জনগণের সেবক হয়ে কাজ করুন’

আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জনগণের সেবক হয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ অক্টোবর) সকালে ১১৯তম ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়্যালি যুক্ত হন।

‘প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবা করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, জনগণের সেবক হিসেবে আপনাদের মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হবে।’

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড়ানোর লক্ষে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল জাতির মর্যাদা পেয়েছি।আমরা নির্ধারিত সময়ের আগেই 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' বা এমডিজি অর্জন করেছি। এখন সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছি। এই অর্জনগুলো সবাইকে ধরে রাখতে হবে। এই মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।’

অনুষ্ঠানে আগত  আইন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে নেওয়ার দায়িত্ব আপনাদের। এ জন্য আপনাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান প্রয়োগ করতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার যেন নিশ্চিত হয়। জনগণ যাতে ন্যয়বিচার পান, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে হবে।’

২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান দেওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের উন্নত ও সুন্দর জীবনের লক্ষ্যে প্ল্যান করে দিয়ে গেলাম। যাতে আগামী প্রজন্মগুলো একটি সুন্দর ও নিশ্চিত জীবন গড়ে তুলতে পারে।

‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার জীবনের স্বপ্ন।’-বঙ্গবন্ধুর এই বক্তব্য তু্লে ধরে সরকারপ্রধান বলেন, এই অল্প কথার মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে, তিনি কী কারণে সারাটা জীবন সংগ্রাম করেছেন।

 

Link copied!