‘পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন দেয়া হবে’

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ০৮:৩৩ পিএম

‘পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন দেয়া হবে’

মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পিরিবহনের ‍উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিকা নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে উল্লেখ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। ভারত থেকে আশ্বাস পাওয়া গেছে আবার টিকা পাওয়া যাবে। গণটিকা অব্যাহত রাখার জন্য চেষ্টার কোনো কমতি নেই।’

ওবায়দুল কাদের বলেন, লকডাউনের ফলে সব কিছু স্তব্ধ হলে কিছু কিছু মানুষ রাস্তায় পড়ে যাবে। পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হবে।

বিশৃঙ্খলতা এড়াতে বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিভিন্ন টিম সড়কে কাজ করবে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ গণপরিবহনে যত সিট তত যাত্রী কিনা এটা দেখা হবে। অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা সেটাও দেখা হবে। যে ভাড়া আগে কার্যকর, সে ভাড়ায় চলবে। বর্ধিত ভাড়ায় আর চলবে না।’

Link copied!