ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:৩৯ পিএম
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি চলছে। কিছু পণ্যে শুল্কও কমানো হয়েছে।
বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্কছাড় করা হয়েছে। অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত বা অপরিশোধিত পাম তেল, আমদানি পর্যায়ে ১০ শতাংশ এবং উৎপাদিত ও আরোপিত পর্যায়ে সমুদয় ভ্যাট হতে অব্যাহতি দেওয়া হয়েছে। খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হ্রাস পেয়েছে। একেবারে কমেনি তা না। কৃষকের উৎপাদিত পণ্য এটা যদি বেশি কমে যায় তাহলে কৃষক পণ্যের ন্যায্যমূল্য পায় না। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রমজানে নির্দিষ্ট পণ্যে চাপ না বাড়িয়ে খাবারে সংযত হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।